শনিবার, ১২ Jul ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর শান্তিনগরে মাল্টা ফলের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা বহনকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আয়াছ।
শনিবার ১৬ই এপ্রিল ২০২২ইং দিবাগত-রাত পৌনে ৮ ঘটিকায় পল্টন থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১৩০০ (তেরশ) পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দীন মিয়া জানান- একজন মাদক ব্যবসায়ী শান্তিনগর এলাকার গ্রীন হোমিও হল এর সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেফতার করা হয়।
এসময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা ফল দেখতে পাওয়া যায় এবং এ মাল্টাগুলোর ভিতর সে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন- গ্রেফতারকৃত আয়াছ সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টল মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, আজ রবিবার ১৭ই এপ্রিল ২০২২ইং তারিখ মাদক বিরোধী অভিযানে ইয়াবার উদ্ধার তথা আসামীকে গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।