");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--62rkt2 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--62rkt2 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--62rkt2 .gt_switcher .gt_current{display:none}.gt_container--62rkt2 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--62rkt2 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--62rkt2 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--62rkt2 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--62rkt2 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--62rkt2 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
আজ ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী।
শোকাবহ এই দিনটির স্মরণে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ সোমবার দুপুরে মুদাফা খলিল মার্কেট কালাইচান মাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ ও তার সুদীর্ঘ জীবনের কর্মকান্ডের উপর বক্তৃতারা আলোচনা করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপি আহ্বায়ক আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব শেখ মোঃ আলেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, টঙ্গী পশ্চিম থানা যুব দলের আহ্বায়ক সাবেক ভিপি আসাদুজ্জামান নূর, ৫৫নং ওয়ার্ড কাউন্সিল আবুল হাশেম, সেচ্ছাসেবক নেতা বক্কর, ছাত্রদল নেতা মাসুম শিকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাখফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কমানায় দেশ বাসীর কাছে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।