বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার) এর সাথে হাইওয়ে পুলিশের রিজিনাল পুলিশ সুপারদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement-APA) স্বাক্ষর করেছেন। রবিবার ১৮ই জুন ২০২৩ইং দুপুর ১২ঃ০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
হাইওয়ে পুলিশের ৬টি রিজিয়নের মধ্যে ৪টি রিজিয়নের পুলিশ সুপারগণ হাইওয়ে পুলিশ প্রধানের সাথে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।
এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি (অ্যাডমিন) জনাব আতিকা ইসলাম, বিপিএম, এনডিসি; ডিআইজি (পশ্চিম বিভাগ) জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম(বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (এইচআর অ্যান্ড মিডিয়া) জনাব মোঃ শামসুল আলম; অতিরিক্ত ডিআইজি(পশ্চিম বিভাগ) জনাব সঞ্জয় কুমার কুন্ড; অতিরিক্ত ডিআইজি (উত্তর বিভাগ) জনাব মোছাঃ ফরিদা ইয়াছমিন; অতিরিক্ত ডিআইজি(পূর্ব বিভাগ) জনাব বেগম ফরিদা ইয়াসমিন, বিপিএম; অতিরিক্ত ডিআইজি(অপারেশন) শ্যামল কুমার মুখার্জী, পুলিশ সুপার (প্রশাসন) জনাব ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব শহিদুল্লাহ, বগুড়া রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, খুলনা রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল সহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।