শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
সেরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
অদ্য ১৩/০৪/২০২২ খ্রিঃ ডঃ বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ হিসেবে ২ (দুই) বছর পূর্ন হল।
মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়ের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সকাল ১১ঃ০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ বেনজীর আহমেদ, বিপিএম (বার), মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক রচিত পরিবর্তনের পরিক্রমাঃ নাগরিক অভিমত ও দুর্জয়ের ডায়েরী-২ গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রংপুর হতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন- জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুরে কর্মরত সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
ডঃ বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয় বাংলাদেশ পুলিশের ৩০তম মহাপরিদর্শক। এরপূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ডঃ বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয় ১৯৬৩ইং সালের ১লা অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন এবং ১৯৮৮ইং সালের ১৫ই ফেব্রুয়ারী সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com