সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্যগণ চাইলেই আমি আবারও নমিনেশন পেপার দাখিল করবো। আমি আপনাদের অনুমতি ছাড়া নির্বাচনে অংশ গ্রহণ করবো না। আগামী জেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হলে প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের বরাদ্দ দিব যাতে প্রত্যেকটি ইউনিয়নের উন্নয়ন হয়।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভায় নীলফামারী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি ও বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নীলফামারী আইনজীবী সমিতির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন, মাগুরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমূখ।
এসময় কিশোরগঞ্জ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। পরে এক ভূড়িভোজ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।