শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি পরিবারের ৮৩টি বসতঘর, ৫টি গরু, ১৪টি ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারগুলো জানায়।
বুধবার রাত ৩টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর তেলী পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সরেজমিনে স্থানীয়রা জানায়,রাত ৩টার দিকে ওই গ্রামের লতিবার রহমানের গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এসময় দাউ দাউ করে জ্বলে উঠা আগুনের ভয়াবহতা মূহূর্তের মধ্যে পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ওই সময় আগুন-আগুন শোরগোল শুনে পরিবারের ঘুমন্ত লোকজন দ্রুতগতিতে ঘর থেকে বেড়িয়ে প্রাণে বেঁচে গেলেও ২৫টি পরিবারের ৮৩টি ঘর ও ঘরের রক্ষিত ধান, চাল, আসবাবপত্রসহ লতিবারের গচ্ছিত ৭লাখ টাকা, ৬ ভরি স্বর্ণ, ৩টি গরু, ১টি ছাগল, পাশের বাড়ির ফজলে রহমানের ২টি গরু, যাদু মিয়ার ১৩টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
সেই সাথে অন্যান্য পরিবারগুলোর এনজিও থেকে ঋণ নেওয়া ৩০ থেকে ৪০ হাজার টাকা করে পুড়ে যায়। এতে গায়ের পরিধান ছাড়া সর্বস্ব হারিয়ে পরিবারগুলো সর্বশান্ত হয়ে পড়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক মন্ডল আগুনের পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com