সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে রনচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি মোখলেছুর রহমান বিমানকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। মোখলেসুর রহমান ওই ইউনিয়নের উত্তর বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় রনচন্ডী স্কুল এ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, রনচন্ডী স্কুল এ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান চলছিলো। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক ও কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় মোখলেছুর রহমান বিমানকে আটক করে পুলিশ। চেয়ারম্যানকে থানায় নিয়ে আসার সময় মাইক্রোবাসে ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
এসময় রংপুর-জলঢাকা মহাসড়কে বড়ভিটায় পুলিশের গাড়ি ও মাইক্রোবাসের সামনে রাস্তা অবরোধ করে গাড়ীর সামনে শুয়ে পড়েন বিক্ষুব্ধরা। পরে গাড়ী থেকে পুলিশ নেমে বিক্ষুব্ধদের সরিয়ে দিতে গেলে চারজন পুলিশ সদস্য আহত হন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিমান চেয়ারম্যানকে আটক করে নিয়ে আসার সময়, চেয়ারম্যান সমর্থিত কিছু লোক আমাদের বাঁধা দেয়। এসময় আমাদের চারজন পুলিশ সদস্য আহত হন। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।