শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদকে পূণরায় স্বপদে বহালের দাবীতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বুধবার (১৮ ডিসেম্বর) রবিবার বেলা ১২ টার সময় শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বেশ কয়েকটি সামাজিক সংগঠনসহ প্রায় ৩ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
রাজীব পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামসুল হকের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য দেন, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ৪ বারের সাবেক চেয়ারম্যান এটিএম আনিছুর রহমান আনু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মজিদুল ইসলাম, সাবেক সেনা সদস্য রাব্বানী মিয়া, সেবা ফাউন্ডেশননের সভাপতি রফিক শাহ, এসএমএস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদনা সরোয়ার জাহান, নিরাপদ বৃদ্ধাশ্রমের পরিচালক সাজু আহমেদসহ ৯টি ইউনিয়নের ছাত্র-জনতা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীরমুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং ১৯৭১ থেকে ২০২৪ সালের সকল গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। বক্তারা আরো বলেন গত ২১ মে ২০২৪ সালে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের সকল শোষিত বঞ্চিত মানুষ ও প্রতিবাদী ছাত্র জনতার ভালোবাসায় সিক্ত হয়ে আওয়ামী ফ্যাসিষ্টের বিরুদ্ধে বিপুল ভোটে রশিদুল ইসলাম রশিদ চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পর ১৮ আগষ্ট সরকারের এক আদেশে দেশের সকল উপজেলা চেয়ারম্যান অপসারণ হয়।
ক্তারা বলেন, জুলাই-আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ আওয়ামী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্র-জনতার পাশে ছিলেন এবং বর্তমান সরকারের সকল কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। সরকার বাহাদুর ও সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট রশিদুল ইসলাম রশিদকে স্বপদে বহাল করার জোর দাবি জানায়। কিশোরগঞ্জ উপজেলার ছাত্র ও গণমানুষের বন্ধু রশিদুল ইসলাম রশিদকে স্বপদে বহাল করলে কিশোরগঞ্জবাসী সরকারের নিকট কৃতজ্ঞ থাকবে।