সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে জিংক আয়রণের ঘাটতি পুরণে ভাতের সঙ্গে মিলবে পুষ্টি উপাদান। এ লক্ষ্যে জিংক, আয়রণ সমৃদ্ধ ব্রিধান-৭৪ জাত উৎপাদন ও উন্নত প্রযুক্তি সম্প্রাসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়, পুটিমারী ইউপির মন্থনা হাজীপাড়া গ্রামে ৫০ জন কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার নেলসন সরেন এর সভাপতিত্বে বক্তব্যে দেন কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপেন্দ্র নাথ রায়। কর্মকর্তাগণ এ সময় কৃষকদের জিংক সমৃদ্ধ ধানের গুণাবলী, চাষ সম্পর্কে ধারণা মা ও শিশুর জিংক ও আয়রণ পূরণ বিষয়ক ধারনা প্রদান করেন।
আরও উপস্থিত ছিলেন- গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আলতাফ হোসেন, উপকারভোগী জয়নালসহ ৫০ জন কৃষক ওই কমিউনিটির ০ থেকে ৫ বছরের শিশুর মায়েরা প্রমুখ।