সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জে পালিত হয়েছে শিক্ষক দিবস-২০২২।
দিবসটি পালনে সকাল ১১ ঘটিকার সময় কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে ফিরে আসে। পরে সেখানে শুরু হয় এক উন্মুক্ত আলোচনা সভা।
এসময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির কার্যক্রম সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূরুল আমিন শাহ, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন।
শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া সম্পর্কে বক্তব্য রাখেন- রাধারাণী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাজু, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা গোলাম আজম, মুকুল হোসেন, মাদরাসা শিক্ষক নেতা মোজাফফর হোসেন, আব্দুল জলিল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা শরীফ আহমেদ, রবিউল ইসলাম ও সফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।