বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ‘র নিতাই ইউনিয়নে ২০২২-২৩ইং অর্থবছরে জাতীয় বাজেট প্রস্তাবনায় ওই ইউনিয়ন পর্যায়ের শিশু ও যুবদের কল্যাণে বাজেট বরাদ্দ ও প্রদান জন্য চেয়ারম্যানের অঙ্গীকারনামা গ্রহণ।
মঙ্গলবার সকালে মুশরুত পানিয়াল পুকুর ফেড়ারেশন অফিসে, নিতাই আঁধার আলো শিশু ফোরাম এর পক্ষ থেকে এ অঙ্গীকারনামা প্রদানও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ওই শিশু ফোরামের আয়োজন সভায় উপস্থিত ছিলেন- চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, সচিব আবু সুফিয়ান, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, সংরক্ষিত মহিলা সদস্য রুজিনা বেগম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সহিদার রহমান, আঁধার আলো শিশু ফোরামের সভাপতি সোহেল রানা প্রমুখ।
জানা যায়- আঁধার আলো শিশু ফোরামের নেতৃত্বাধীন শিশু ফোরাম একটি শিশু কেন্দ্রিক ও শিশু পরিচালিত সংগঠন।
এ সংগঠন সকল শিশুদের অধিকার প্রতিষ্ঠায়, বাল্যবিবাহ প্রতিরোধে সভা-সেমিনার, শিশুদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তাঘাট নির্মাণ, গরীব শিশুদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান, শিশুদের খেলাধুলার আয়োজন ও উপকরণ বিতরণ, শিশুদের জন্য বিনোদনের জায়গা ও বিনোদন সামগ্রী সু-ব্যবস্থা করা, শিশুশ্রম, বাল্যবিবাহ রোধে শিশু’র পরিবারকে আইনি সহায়তা প্রদান, শিশুকে মাদক থেকে দূরে রাখতে নানামুখী কার্যক্রম গ্রহণ, শিশুদের সু-স্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ গ্রহণ, শিশু দিবস উদযাপন, প্রতিবন্ধী শিশু’র উন্নয়নসহ এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য ইউনিয়নটি’র ২০২২-২৩ অর্থবছরে বাজেটে ৪ লাখ ৭৫ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার জন্য অঙ্গীকারনামা করা হয়।