রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ইবি থানার গোপালপুর গ্রামে মসজিদের নির্মাণ কাজ করেত গিয়ে আজ বেলা সাড়ে ৩টায় এক শ্রমিকের বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।
সে একই থানা এলাকার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামে মৃত্য মিনহাজ মন্ডলের ছেলে সালমান(২২)।
পরিবার সুত্রে জানা যায়- সে রাজ ও রড মিস্ত্রির কাজের শ্রমিক। প্রতিদিনের মত আজ সকালে বাড়ি থেকে কাজের উর্দ্দেশে গোপালপুর চড়পাড়া গ্রামে মসজিদের দোতলার ছাদের কাজ করছিলো লোহার রড নিচ থেকে উপরে তোলার সময় উপরে থাকা বিদ্যুৎ এর তারের সাথে সংযোগ হয়ে যায় এবং সেখানে সে অচেতন অবস্থায় পড়ে থাকে পরে স্থানীয়রা উন্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।