শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
বাংলাদেশস্থ কানাডিয়ান হাইকমিশনার জেলা ব্র্যাক শিশু নিকেতন বিদ্যালয়, জলঢাকা পরিদর্শনে আসলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়।
কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পেরিয়েছে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস বলেছেন, ‘কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পেরিয়েছে। ভালো বন্ধু রাষ্ট্র হিসেবে এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে আমাদের। আর এই সর্ম্পক ধরে রেখেই আমরা বাংলাদেশের আর্থ সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি।
বুধবার ৩০শে মার্চ দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও অভিভাবক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এছাড়া, তিনি ব্র্যাক পরিচালিত জলঢাকার মাল্টি ক্লাসরুম শিশু নিকেতন পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উপর জোর দেওয়ার আহ্বান জানান।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com