সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্ব কনিষ্ঠ সন্তান শেখ রাসেল-এর শুভ জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করেন উপজেলা আনসার ও ভিডিপি।
বুধবার ১৮ অক্টোবর সকালে উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উক্ত অফিস কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আতাউর রহমান ও ইউনিয়ন আনসার, ইউনিয়ন দলনেত্রী, ওয়ার্ড দলনেতা,দলনেত্রী সকলে উপস্থিত ছিলেন।