মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবক পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঈদ পুর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৬ই মে শুক্রবার জলঢাকা ডিগ্রী কলেজ মোড়স্থ দলীয় কার্যালয়ে।
কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক দবির হুদা।
উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আসাদুজ্জামান আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির ষদস্য সচিব অধ্যাপক মমিমুল ইসলাম মঞ্জু, যুগ্ধ আহবায়ক আব্দুল্লাহিল বাকী, শরিফুল ইসলাম প্রিন্স, মনিরুজ্জামান লেবু, উপজেলা যুব সংহতির সভাপতি বাবলুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক দুলাল হোসেন আর্মি, জাতীয় ছাত্র সমাজের নেতা রবিউল ইসলাম রাজ, উপজেলা জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব নাসিমুজ্জামান নাদির।