রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলে (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্গান প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল (২৬ মার্চ) মঙ্গলবার সকালে টঙ্গী পাগাড় এলাকায় প্রতিষ্ঠানের হল রুমে এ আয়োজন করা হয়। এ সময় হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাংবাদিক বশির আলম, মাহবুবুর রহমান জিলানী, সিনিয়র শিক্ষক আবু তাহের, সেনামি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় সৈয়দ আতিক বলেন, আজকের এই (২৬ মার্চ) আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অনুষ্ঠানে শেষে চিত্রাঙ্গান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।