বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর সেগুন বাগিচা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো- পলি আক্তার ও মোসাঃ রোজিনা আক্তার ওরফে তাসলিমা ওরফে কালী।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান- গতকাল সোমবার ৪ঠা জুলাই ২০২২ইং তারিখ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক কারবারি সেগুন বাগিচা এলাকায় ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।
এমন একটি নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬ ঘটিকায় উক্ত স্থানে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর সময় পলি ও রোজিনা নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
ডিবি কর্মকর্তা আরো বলেন- পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত রোজিনার নামে কুমিল্লার সদর, দেবিদ্বার, কোতয়ালীসহ ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিশেষ ক্ষমতা আইনে আরো ৯টি মামলা রয়েছে। আর এবার ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়ায় ডিএমপির রমনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে আরো একটি মামলা যুক্ত হলো।
উল্লেখ্য, অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার ৫ই জুলাই ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।