বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি দোকানের সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। রবিবার ভোররাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিন গোমনাতি সন্নাসী বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়- শনিবার রাতে সন্নাসী বাজারের দোকানিরা দোকান বন্ধ করে বাড়ী চলে যান। ভোররাতে সন্নাসী বাজারে আগুন দেখা দিলে মানুষজনের চিৎকারে লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে ফায়ার সার্ভিস আসার আগেই একরামুল,খমির উদ্দিন, মহুবার,অরুনসহ ১৩ দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে ডোমার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সায়িদ মোঃ ইমরান আগুনে ১৩টি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রনে নেই। আগুনে পুড়ে যাওয়া দোকানের ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সুত্রপাত হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com