রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে (এলজিএসপি) প্রকল্পের নির্মাণাধীন অরক্ষিত ইউড্রেন থেকে অন্ধকারের কারণে সাইকেল সহ পড়ে গিয়ে আনু হোসেন(৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
শনিবার ৪ঠা জুন রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া থেকে বটতলী সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত আনু হোসেন(৩৫) হরিণচড়ার দোলাপাড়া এলাকার ইদ্রিস আলীর সন্তান।
দুর্ঘটনার খবর পেয়ে ডোমার থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে ৫ই জুন, সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান- এলাকাটির এই সড়কে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। কিন্তু বিপদজনক সংকেত বা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় নি। চারিদিকে অন্ধকার থাকায় পথচারীরা রাতে চলাচলে বুঝতে পারে না এখানে একটি মৃত্যুর ফাঁদ রয়েছে। আনু হোসেনের মৃত্যুর আগেও বেশ কয়েকজন কালভার্টে পড়ে আহত হয়েছে। কতৃপক্ষকে জানানো হলেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি।
নির্মিতব্য অরক্ষিত কালভার্টে পড়ে গিয়ে যুবকের নিহত হওয়ার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
এই বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলম জানান এটি (এলজিএসপি)প্রকল্পের নির্মানাধীন ইউড্রেন, এই কাজ কে করতেছে জানতে চাইলে বলেন আমাদের পরিষদে মিটিং হয়েছে চেয়ারম্যান রাসেল রানা নিজেই কাজটি করবেন বলে, কাজের কোন কমিটি করে দেননি উনি নিজেই কাজটি করতেছে, তাই এ ব্যাপারে আমি কিছু জানিনা।
এলাকাবাসী ও নিহতের পরিবার দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।