বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
ইউনিয়ন পর্যায়ে কৃষক সেবা কেন্দ্র স্থাপন ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় নীলফামারীতে কৃষক সেবা কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার ২৪শে মার্চ দুপুরে সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নে এই কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের বিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন- আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি উন্নয়নের উপর বেশ জোর দিয়েছেন। কৃষিতে যুক্ত হচ্ছে নানা আধুনিক পদ্ধতি।
আগেকার দিনে বছরে দুটি প্রজাতির ধান চাষ হত যা দিয়ে আমাদের ভাগ্য নির্ধারণ হত। কিন্তু এখন কৃষি বিপ¬বের ফলে স্বল্প সময়ের মধ্যেই চাষাবাদের জন্য নানা অধিক উৎপাদনশীল ধানের জাত বের হয়েছে। যার ফলে দেশের উৎপাদন বাড়ছে।
তিনি আরও বলেন- ফলন বাড়ছে কিন্তু তবুও দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এটি কেন হচ্ছে আমাদের ভাবতে হবে। একটা কুচক্রী মহল এই কৃত্রিম সংকট তৈরি করে অধিক লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এর জন্য আমাদের সচেতন হতে হবে। এই কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে কৃষকদের নানা সেবা ও প্রশিক্ষণ দেয়া হবে যার ফলে আমাদের কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়াতে কি কি করনীয় সে বিষয়গুলো জানতে পারবে। এতে করে এলাকার কৃষকদের জীবনমান উন্নত হবে। এসময় এরকম আরো দুটি কৃষি সেবা কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানান সংসদ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, সদর উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, ঠিকাদার শাহ্ আনোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবাইর হোসেন প্রামানিক জীম সহ আরো অনেকে।
সদর উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহমেদ জানান- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এক কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে এই কৃষক সেবা কেন্দ্র নির্মাণ কাজ করা হয়। এই নির্মান কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এস এম শফিকুল আলম, শহীদ আলী হোসেন সড়ক নীলফামারী।
এর আগে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে টিসিবি’র পন্য বিক্রয় কাজের উদ্বোধন ও নীলফামারী টেনিস কমপে¬ক্সের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com