মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- বিশেষ প্রতিনিধিঃ
“প্রবাসী কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস। শনিবার (৩০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসনের চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশিদা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফারুক-আল-মাসুদ, টিটিসি’র প্রশিক্ষক মোঃ মাজেদুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিদেশে যেতে কি প্রক্রিয়া ও কোন কোন এজেন্সীর সাথে যোগাযোগ করতে হবে, দালালের খপ্পরে পড়লে কি করনীয় ? বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবদান সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com