বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পন্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার ২০শে মার্চ সকাল ১১টায় সদরের উপজেলার রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে কার্ডধারীদের হাতে পন্য তুলে দিয়ে জেলায় একযোগে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব ছাদেক আহমেদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।
এসময় উপস্থিত ছিলেন- নেজারত ডেপুটি কালেক্টর রমিজ আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকির, টুপামারী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম শাহ্, টুপামারী ইউপি সদস্য আবু তালেব, মাহামুদুল হাসান মাসুম সহ আরো অনেকে।
জেলা প্রশাসন জানায়- নীলফামারী ছয় উপজেলা ও চার পৌরসভায় নিম্ন আয়ের ১ লাখ ৫৬ হাজার ৪৭১টি ফ্যামিলি কার্ড ধারী পরিবার ন্যায্য মূল্যে টিসিবি’র পন্য কিনতে পারবেন। প্রতি কার্ডধারী পরিবার রমজানের আগ পর্যন্ত ৪৬০ টাকা প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ছোলা ক্রয় করতে পারবেন। এছাড়াও রমজান মাসের থেকে ৫৬০ টাকার প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা কিনতে পারবেন। জেলায় মোট ১৮ জন ডিলারের মাধ্য বিক্রয় কার্যক্রম কার্যক্রম পরিচালনা করছে।
টিসিবির এই বিশেষ কার্ডের পণ্য বিক্রয় মনিটরিং করার জন্য উপজেলা ভিত্তিক মনিটরিং টিম এবয় বিক্রয়কার্যে অব্যবস্থাপনা প্রতিরোধে উপজেলা ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com