বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
নাসির উদ্দীন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
জাতীয় ক্রীড়া সংস্থা এবংযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় নীলফামারীতে শহরে টেনিস কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন, সাবেক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি পৌরমেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, নীলফামারী জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ,সদর উপজেলার ভাইস্ চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সান্তনা চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদ পারভেজ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্র লীগের সাবেক ছাত্র নেতা তানবীর হাফিজ, নাঈম ইসলাম জীবন, প্রমূখ।