বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
নাসির উদ্দীন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে স্বাধীণতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সম্পন্ন হয়েছে। মেলার শেষ দিন শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠানদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, উওরা ইপিজেডের নির্বাহী পরিচালক নাহিদ মুন্সি, উওরা ইপিজেডের পরিচালক কমার্সিয়াল অপারেশন ও শিল্প সম্পর্ক মোঃফেরদৌসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
মেলায় সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়ে বিভিন্ন সেবা দেয়। মেলার শেষ দিন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রথম স্থান হিসাবে নাম ঘোষণা করা হয়। এ সময় অতিথিবৃন্দ প্রতিষ্ঠান প্রধানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে আলোচকবৃন্দরা বলেন- স্বাধীনতার পরবর্তীতে স্বাধীণতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে স্বাধীণতার স্বপ্ন বাস্তবায়নের পথে দেশকে পিছিয়ে দিয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ করেছে।
এ জন্য আগামী দিনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে উন্নয়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com