শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফমারীতে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে পৌর হাজী কল্যাণ সমিতি। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সৈয়দপুর মহাসড়কের শাহ ভিলায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি ময়েজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন।
পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুস সোবহান জানান, প্রতি বছরের ন্যায় নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে শীত নিবারণের জন্য পৌর শহরের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সাড়ে কম্বল বিতরণ করা হচ্ছে।