বুধবার, ০৯ Jul ২০২৫, ১১:০২ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপজেলার আবির ইসলাম রবিউল(১৬) নামের হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। ওই ছাত্রের সন্ধানে থানায় জিডি, মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এখনও কোন সন্ধান না পাওয়া পাগলপ্রায় হয়ে পড়েছে তার পিতা-মাতা।
সদর উপজেলার টুপামারি ইউনিয়নের বাজার মৌজা পুরাতন ষ্টেশন পাড়ার মেছের আলীর ছেলে ও স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবির ইসলাম রবিউল গত ১৪ই মে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। এরপর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে থানায় জিডি ও বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। বাড়ী থেকে বের হওয়ার সময় রবিউলের পরণে বেগুনি রংয়ের শার্ট ও হালকা গোলাপী রংয়ের প্যান্ট ছিল। তার গায়ের রং শ্যামলা। ছেলেটির কোন সন্ধান পেলে ০১৭৮১২২০১১২ অথবা ০১৮২০৪৩২৯৯৯ এই মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে তার পিতা মেছের আলী।