মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ-১৭) উপজলা পর্যায়ের ফাইনাল খেলায় চাপড়া সরমজানি ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুদুপুকুর ইউনিয়ন ফুটবল দল।
বুধবার বিকেলে খেলা শেষে বিজয়ী ও রানারআপ হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার এসএম মুক্তারুজ্জামান, সদর উপজলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল মানান, সদর উপজলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী, খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমূখ।