রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সাথে জলঢাকা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম সহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এর কার্যালয়ে পৃথক পৃথকভাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, কোনো দলের হয়ে নয়, সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এটাই তো বাস্তবতা।