শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে।
জানা গেছে- সফটওয়্যারের টেকনিক্যাল কোডিংয়ে ভুল হওয়ায় সার্বিক ফলাফলে সমস্যা তৈরি হয়েছে। এ কারণে ফলাফলটি আপাতত স্থগিত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে বলা হয়েছে।
কর্মকর্তারা বলছেন- সারাদেশে পাঠানো সকল ফলাফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে একটি নির্দেশনাও দেয়া হয়েছে।
আজ ২৮/০২/২৩ইং মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তি ফলাফল প্রকাশের পরপর ডিপিই থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন- বিষয়টি সমাধানের জন্য অধিদপ্তর মহাপরিচালকের নেতৃত্বে একটা কমিটি বৈঠকে আলোচ্য সিদ্ধান্তের ভিত্তিতে প্রকাশিত অফিস বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল ১লা মার্চ সংশোধিত ফলাফল নতুন ভাবে প্রকাশ করা হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত ও আগামীকাল সংশোধিত ফলাফল প্রকাশের বিষয়টি নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দীন সরকার অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।