সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
বর্নালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরে এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত রংপুর সিটি কর্পোরেশননের ৭ টি ওয়ার্ডে ১৮৬ জন অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক স্বাবলম্বীকরনে বকনা গরু বিতরণ করা হয়েছে।
রবিবার ২৭শে মার্চ বিকেলে রংপুর রবার্টসনগঞ্জে গরু বিতরণের এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন‘র প্রোগ্রাম অফিসার জুলিয়ান বিশ্বাস ও মিতানুজ্জামান মীম এর সঞ্চালনায় এবং ওয়ার্ল্ড ভিশন এর সিনিয়র অনুকূল চন্দ্র বর্মন‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান (টিটু), সংরক্ষিত ওয়ার্ড ৯‘র মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার লিন্ডা দফো, ট্যাকনেক্যাল স্পেশালিষ্ট তাহমিদুর রহমান, এসসিপিও অ্যাপোলো এম দাস প্রমূখ।
উক্ত কর্মসূচিতে ২৬ ও ২৭নং ওয়ার্ডের ৬০ জনের মাঝে ৬০টি গরু বিতরণ এবং পর্যায়ক্রমে ৭টি ওয়ার্ডে ১৮৬ জন নির্বাচিত অতিদরিদ্র পরিবারে ২৭ হাজার টাকা মূল্যের ১টি করে গরু বিতরণ করা হবে।
১টি করে গরু পেয়ে খুশি ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া শিশু শাহাদৎ বলেন- আমি খুবই খুশি হয়েছি। এই গরুটা লালন পালন করে বড় করবো খুব যত্ন করে। যখন বড় হবে আরও অনেকগুলো গরু হয়ে যাবে আমার। আমার মা- বাবাও খুব খুশি।
দরিদ্র পরিবারে ১টি গরু অনেক বেশি মূল্যবান এবং বিনামূল্যে গরু উপহার পেয়ে খুশি অভিভাবক। তিনি বলেন- পরিবারে অভাব অনটন নিয়ে জীবিকা নির্বাহ করতে হয়। এই গরুটিকে এখন সন্তানের মত লালান করতে পারলে বড় হবে। আরও গরু বাড়বে এতে পরিবারের অভাব কিছুটা হলেও লাঘব হবে। খুবই উপকার হলো ওয়ার্ল্ড ভিশনের এই মহৎ উদ্যোগে আমাদের মত নিম্ন- বিত্ত পরিবার উপকৃত হলো। কৃতজ্ঞ ওয়ার্ল্ড ভিশনের কাছে। এভাবেই যেন তারা দরিদ্র মানুষের পাশে থাকতে পারেন।