শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পিকআপ ভ্যান ও ১০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ নিজাম হাওলাদার, মোঃ মাজুম, মোঃ মেহেদী হাসান ও মোঃ রাব্বি ওরফে আবুবক্কর সিদ্দিক।
সোমবার ২১শে মার্চ ২০২২ইং দিবাগত-রাত ৮টা ৩০ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করেন গোয়েন্দা তেজগাঁও বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় মাদক ব্যবসায়ী রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলার দনিয়া বিশ্বরোডের ভাই ভাই মেটাল দোকানের সামনে পিকআপসহ গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পিকআপসহ নিজাম, মাজুম, মেহেদী ও রাব্বিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়।
তিনি আরও বলেন- গ্রেফতারকৃত মাদক কারবারিরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com