বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ এর পৃথক অভিযানে ২৩৪ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। র্যাবের দুটি অভিযানিক দল পঞ্চগড় জেলার তেতুলিয়া থানা এলাকা থেকে ১৮৯ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারী তরিকুল ইসলাম(৩২) কে ও একই জেলার অটোয়ারী থানা এলাকায় ৪৫ বোতল ফেন্সিডিল সহ মামুনুর রশিদ(১৯) কে গ্রেফতার করে। মঙ্গলবার ১০ই মে রাতে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত তরিকুল ইসলাম তেতুলিয়া থানার রওশনপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে ও গ্রেফতারকৃত মামুনুর রশিদ নীলফামারী জেলার ডোমার উপজেলার পূর্ব খুটুরিয়া মেম্বার পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির জানান- ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদকব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্যদের ধরতে গোপন অভিযান চলছে। গ্রেফতারকৃত আসামীদের নামে মাদক মামলা রুজু করে সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।