বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে আকস্মিকভাবে বয়ে গেল কালবৈশাখী ঝড়। এতে বিভিন্ন ঘরবাড়ি-গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঝড়ের কবলে পড়ে পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে সংঘটিত এ ঝড় স্থায়ীত্ব দুপুর দুইটা থেকে শুর হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান।বাতাসে এর গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ কিলোমিটার।
আবহাওয়া অফিসের হিসাব মতে আনুমানিক বৃষ্টিপাত হয়েছে। মৌসুমের এ সময়টাতে আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। এদিকে কালবৈশাখী ঝড়ের কারণে মজুচৌধুরী লঞ্চঘাট থেকে ভোলা- বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া কয়েকটি লঞ্চ প্রায় সদর উপজেলার চরবাড়িয়ায় নদী পাড়ে নোঙর করে অবস্থান নেয়। তবে কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই সাড়ে তিন ঘন্টা পরে ঢাকার উদ্দেশে লঞ্চগুলো যাত্রাশুরু করে বলে জানিয়েছেন লঞ্চের ম্যানেজার।
এদিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কোথাও কোথাও ছোটখাট দু’একটা গাছ উপড়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ হলে তাৎক্ষণিক তা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে স্থাণীয়রা। এছাড়াও এ কালবৈশাখী ঝড়ে শহরের লক্ষ্মীপুর পৌরসভার বিলবোর্ডসহ বেশকিছু গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি লক্ষ্মীপুর শহরে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বলে খবর পাওয়া যায়নি।