রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চর ছোনগাছা আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তিতে সুবর্নজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০শে জুন ২০২৩ইং বেলা ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের মাঠ থেকে বর্নাঢ্য র্যালি মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। র্যালি শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলহাজ্ব শমসের আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগ দেন সিরাজগঞ্জ কাজিপুর-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, বীরমুক্তিযোদ্ধা আনিছুর রহমান, লুৎফুর রহমান মাষ্টারসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭৩ইং সালে এই স্কুলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে স্কুলটি এখন সফলতার শীর্ষে রয়েছে। স্কুলটিতে এখন এসএসসিতে শতভাগ পাশের হার।
এই স্কুলে পড়াশোনা করে এসএসসি পাশ করে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার,সরকারি চাকুরীতে ভালো ভালো অবস্থানে রয়েছে যা এই স্কুলের জন্য গর্বের।
বক্তারা আরও বলেন, এই স্কুলের আরো সফলতার জন্য প্রাক্তন ছাত্র/ছাত্রীদের এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতায় আমাদের প্রানের বিদ্যালয়টি আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়েদুল হক, প্রাক্তন ছাত্র মোস্তাকিন হোসেন ও সুলতান মাহমুদ।
এসময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনন্দ মোহন ঘোষ, সহকারী শিক্ষক মাসুদ রানা, নজরুল ইসলাম, দুলাল হোসেন, সাহানা খাতুনসহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য/সদস্যা, শিক্ষক/শিক্ষিকা/প্রাক্তন ছাত্র/ছাত্রী, বর্তমান ছাত্র/ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের ব্যাচ অনুযায়ী পরিচয় এবং ঈদ আড্ডায় মেতে উঠেন। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com