সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে দূর্ঘটনায় মোটরসাইকেল মেকানিক সাবুল আহমেদ(৩৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৯শে সেপ্টেম্বর দিবাগত রাত ২টার কচুয়াবহর গ্রামের পাখিবহর মাজার গেটের সম্মুখে দুর্ঘটনায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।
তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পুর্ব কমধা গ্রামের মরহুম খায়রুল আলমের পুত্র।
দূর্ঘটনার কারণ জানা যায়নি। গভীর রাতে সড়কের পাশে মোটরসাইকেলসহ জনৈক ব্যক্তি সাবুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মুহুর্তেই তিনি পালবাড়ি চেকপোস্টর পুলিশকে অবগত করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।
সম্প্রতি উল্লেখিত স্থানে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেধাবী শিক্ষক খালেদ মাস্টার। নিকট অতীতে একই স্থানে এ নিয়ে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটলো। মৃত্যুর মিছিল দীঘায়িত না করতে মহাসড়কের এই অংশটুকুকে ‘দূর্ঘটনা প্রবণ’ এলাকা হিসেবে চিহ্নিত করে সাইনবোড, স্পিড ব্রেকার, সড়কবাতি ইত্যাদির ব্যবস্থা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।