বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
আর্থিক লেনদেন সহজ এবং দ্রুত করতে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পদ্মা ব্যাংক লিমিটেড এর উপ-শাখার উদ্বোধন হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) উপজেলা শহরের জিকরুল হক সড়কে প্রধান অতিথি হিসাবে ওই শাখার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানে চেয়ারপার্সন ছিলেন পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার ও ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন। পদ্মা ব্যাংকের কমিউনিকেশন এ্যান্ড ব্রান্ডস ডিভিশন ম্যানেজার মেহেদি হাসানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দপুর উপ-শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ উল ইসলাম।
এসময় পদ্মা ব্যাংকের এসএমই এগ্রি এন্ড উই ডিভিশন হেড মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পদ্মা ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপ-শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ উল ইসলাম জানান, এই শাখায় সব ধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।