বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
নাসির উদ্দীন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অসামাজিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রী ও খদ্দের কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ২৭শে মার্চ সকালে শহরের চাঁদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী ঠাকুরগাঁয়ের রুহিয়া উপজেলার সাইফুল ইসলাম(৩৮) ও তার স্ত্রী শম্পা বেগম( ৩২) এবং খদ্দের চট্টগ্রামের মীরসরাই উপজেলার মধ্যমাইন এলাকার প্রদীপ বড়ুয়ার ছেলে আপন বড়ুয়া(২৩)।
তবে আপন বড়ুয়া বলেন- চাকুরির জন্য সাইফুল ইসলামকে ৫ লাখ টাকা দিয়েছিলাম সেই টাকা ফেরত দিবে বলে তিনি এখানে আসতে বলেছিলেন। তাই আমি এখানে এসেছি কোনো অসামাজিক কাজ করিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- রেলওয়ে কারখানায় চাকুরির সুবাদে সাইফুল ইসলাম ও তার স্ত্রী উল্লেখিত এলাকায় ভাড়ায় থাকতেন। চাকরির পাশাপাশি দীর্ঘদিন থেকে তিনি তার স্ত্রীকে দিয়ে অসামাজিক কাজ চালিয়ে এসছিলেন।
ঘটনার দিন আপন বড়ুয়ার সাথে আসামাজিক কাজ করা অবস্থাতে হাতে নাতে ধরে ফেলে এলাকার লোকজন। তাদের দুইজনকে ঘরে তালাবদ্ধ করে রাখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। আটক তিনজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।