রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তথা আমাদের চিন্তা-চেতনাই হচ্ছে দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা। আমরা সর্বদাই উন্নয়নের পক্ষে ছিলাম আছি ও ভবিষ্যতেও থাকবো। ভোটে প্রার্থীতা করার অধিকার সব রাজনৈতিক দলের রয়েছে, কিন্তু উন্নয়ন করার প্রয়াস আর মানসিতা ক’জনের মধ্যে আছে?
মঙ্গলবার( ২৬ ডিসেম্বর) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নস্থ নাহিন এগ্রোর আয়োজনে সাধারণ ভোটারদের সাথে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার আজ ৫২ বছর, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ৩ বারের সফল প্রধানমন্ত্রী। তিনি মাত্র ১৫ বছরে দেশে যে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছেন, বিগত ৩৮ বছরেও এদেশের কোন প্রধানমন্ত্রী তা করতে পারেননি।
গণসংযোগ অনুষ্ঠানে নাহিন এগ্রোর চেয়ারম্যান আবু সাঈদ মোঃ ফরহাদ নওরোজ নাহিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাান হেদায়েত আলী শাহ্ ফকির প্রমুখ।
এ সময় নাহিন এগ্রোর চেয়ারম্যান আবু সাঈদ মোঃ ফরহাদ নওরোজ নাহিন জনতাকে উদ্দেশ করে বলেন, স্মার্ট নীলফামারী গড়তে নূর চাচার কোনো বিকল্প নেই। নূর চাচাকে বিজয়ী করতে পারলে নীলফামারী আরও বেশি উন্নয়নের দিকে তরান্বিত হবে। তাই আমাদের সকলকে একত্রিত হয় নীলফামারীতে নৌকার বিজয় তথা আসাদুজ্জামান নূর চাচার বিজয় নিশ্চিত করতে হবে।