মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
মাহবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার( ২৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয় এবং ২টি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন রংপুর বিভাগের উপ-পরিচালক (স্থানীয় সরকার উপ-সচিব) মৌসুমী আফরিদা।
পরিদর্শনকালে তিনি হাটবাজারের রাজস্ব আদায়, পৌরকর আদায়, শহরের ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাজা টংকনার্থ চৌধুরীরর রাজবাড়ীটিকে পর্যটন কেন্দ্র তৈরি করার পরামর্শ দেন।
এছাড়াও উন্নয়ন মুলক প্রকল্প প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত পৌরভবন পরিদর্শন কালে রড ও সিমেন্টের ব্যাবহার পৌর ভবনের সৌন্দর্য বধনের জন্য ছোট ছোট ফুলের বাগান, ঔষধী গাছ, ফলের গাছ রোপন ও গর্ত ভরাটের পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউএনও খাদিজা বেগম, রংপুর বিভাগীয় সহকারি কমিশনার (সাধারণ শাখা) আনর্কিা আক্তার, সহকারি কমিশনার ভূমি মুজিবুর রহমান, পৌর প্রকৌশলী জাবেদ আলী।