শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
ইস্পাত কঠিন ঐক্য ছাড়া কেউ নিরাপদ থাকতে পারবে না
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইস্পাত কঠিন ঐক্য ছাড়া কেউ নিরাপদ নয়। রাজনীতিবিদদের ঐক্য যদি দুর্বল হয়, তাহলে যে কেউ আঘাতের শিকার হতে পারেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। এর আগে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপি নেতাদের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা অত্যান্ত দুঃখজনক। যারা অতীতে গুম-খুন করেছে, লুট করেছে—তারাই আজ এমন ঘটনা ঘটিয়েছে। তাই এসবের পুণরাবৃত্তি ঠেকাতে এখনই রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, আমরা স্বাভাবিক জীবন, রাজনীতি ও মত প্রকাশের স্বাধীনতা চাই। কেউ যেন এমন বক্তব্য বা কর্মসূচি না দেন, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্ব আছে, যেন দেশের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়। কাউকে সেই সুযোগ দেওয়া হবে না।
বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম লিটনসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে লক্ষ্মীপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এ্যানি। বাজুসের জেলা সভাপতি সমীর চন্দ্র কর্মকার এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহঃ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ। শুরুতে বেলুন উড়িয়ে ও কেক কেটে সদর উপজেলা মিলনায়তনে সভার আয়োজন করা হয় ।
সভায় নেতৃবৃন্দ বাজুসের দীর্ঘ ৬ দশকের অবদান তুলে ধরে বলেন, দেশের অর্থনীতিতে স্বর্ণ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁরা স্বর্ণ ব্যবসাকে আরো স্বচ্ছ, নিরাপদ ও যুগোপযোগী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাজুসের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে ব্যবসার উন্নয়নে করণীয় বিষয় নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাজুস নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।