বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস্ চেয়ারম্যান শাপলা বেগম।
ওসি রাজীব কুমার রায়সহ আরও উপস্থিত ছিলেন- এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, বীরমুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) হাবিবুর রহমান হাবুল ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, সকল দপ্তরের কমকর্তা, ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিক প্রমূখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- মতবিনিময় সভার আগে ইউএনও’র বাসভবন, শিশু পার্কসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন ও সদ্য নির্মিত বিভিন্ন ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।