বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে নূর-আলম পুলক নামে একজনকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
রবিবার (৩ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে ওই যুবকের বাসা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার পানিয়ালপুকুর এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত. হামিদ আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণা করে আসছে। প্রবাসীদের সাথে বিভিন্ন ভাবে প্রতারণা করে কয়েক লক্ষ টাকা হাতিয়েছেন। রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আটককৃত যুববকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।