শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়াল ভেঙ্গে বসতঘরে ট্রাক্টর। এঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ২০২৫ইং সকাল ১০ টায় উপজেলার কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চাঁদখানা ইউনিয়নের মুশা ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোটর সাইকেল চালক ও মুশা গড়ের পাড় এলাকার আশরাফ আলীর ছেলে আসাদুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই আফতাব আলীর ছেলে আলীমুল হোসেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী মুশা গড়ের পাড় গ্রামের পেয়ারুল হক ও শাহীন ইসলাম জানান, শুক্রবার সকালে কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কে একটি মাটিভরতি ট্রাক্টর বেপরোয়া গতিতে বগুড়া সেচ ক্যানেলের দিকে যাচ্ছিলো। এ সময় মুশা ফকির পাড়া এলাকায় অপরদিক থেকে আসা মোটরসাইকেলটিকে সাইট দিতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে দেলোয়ার হোসেন নামের এক লোকের বসতঘরের পাকা দেয়াল ভেঙ্গে সেখানে ঢুকে পড়ে।
মোটরসাইকেলে থাকা ২ জন আরোহী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঠেকাতে গিয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতাল নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।