রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
সেরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার, জনাব মোঃ তৌহিদুল ইসলাম (পিপিএম) গাইবান্ধা মহোদয়ের নিদের্শে এবং জনাব মোঃ ইজার উদ্দিন, অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানা এর সার্বিক তত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন, এএসআই(নিঃ)/মমিনুল ইসলাম, এএসআই রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ থানাধীন বোয়ালিয়া মৌজাস্থ বাঁশহাটির পশ্চিম পাশে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর বাস চেকিং করাকালে অদ্য ০৮/০৪/২০২েইং তারিখ বিকালে যাত্রীবাহী বাসে যাত্রী মোছাঃ ইতি বেগম (৩২), স্বামী – মোঃ স্বপন আলী, গ্রাম-চক দেবপাড়া, থানা ও জেলা- নওগাঁ এর হেফাজত হইতে একটি ব্যাগ এর মধ্য হইতে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রাখার অপরাধে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইতেছে।