শনিবার, ১২ Jul ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে রাফি ওরফে নাফি নামের এক আট বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে শিশু রাফির মৃত্যু হয়।
নাফি কুঠিবাড়ীতে তার বাবা শাকিল মিয়ার সাথে ভাড়া বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ি উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর। নাফি গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান- দুপুরে পানিতে গোসল ও খেলার সময় রাফি পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিস এসে তার লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পর পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।