মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
মাহবুুবর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর টঙ্গীর মধুমিতা ইউনুছ আলী রোডের মটর সাইকেল এক্সসরিজ ও সার্ভিস সেন্টার এক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে রাইডার মটর সাইকেল এক্সসরিজ ও সার্ভিস সেন্টার এক দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক মোঃ নাজমুল ইসলাম টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীর মধুমিতা ইউনুছ আলী রোডের মটর সাইকেল এক্সসরিজ ও সার্ভিস সেন্টার দোকানের সামনে আনুমানিক ভোর ৪:৩০ টার সময় কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তি সাদা রঙের প্রাইভেটকার নিয়ে আসে। পরে সুযোগ বুজে তালা ভেঙ্গে দোকানের ভিতর প্রবেশ করে, দোকানে একটি ক্যাশ বাক্সে থাকা ৬০,০০০/- (ষাট হাজার) টাকাসহ ক্যাশ বাক্স লুট করে নিয়ে যায় এবং একটি লোহার শিন্দুকের ড্রয়ার ভেঙ্গে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা, সর্বমোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী জানান, আনুমানিক ভোর সাড়ে চারটার দিকে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তি দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, আমার দোকানে থাকা প্রায় সত্তর হাজার টাকা তারা লুট করে নিয়ে চলে যায়। উক্ত ঘটনাটি আমার দোকানের সি.সি টিভি ফুটেজে রেকর্ড করা আছে।