রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৪,০০০ পিস ইয়াবাসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ মিন্টু মিয়া, মোঃ কামাল উদ্দিন, মোঃ মোবারক ভূঁইয়া, মোঃ ফারুক হোসেন, মোঃ জাবেদ হোসেন, মোঃ সুমন ও মোঃ নাজিম।
গতকাল মঙ্গলবার ১২ই এপ্রিল ২০২২ইং দিবাগত-রাত ১১টা ৪০ ঘটিকায় বেগুনবাড়ী এবং ট্রাকস্ট্যান্ড মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, কতিপয় মাদক ব্যবসায়ী তেজগাঁও শিল্পাঞ্চলে সাতরাস্তা হতে বেগুনবাড়ী রোডে ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৩২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবাসহ মিন্টু, কামাল, মোবারক, ফারুক ও জাবেদকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ট্রাকস্ট্যান্ড মসজিদ মার্কেট এলাকা হতে সুমন ও নাজিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারমূলে জব্দ করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার ১৩ই এপ্রিল ২০২২ইং তারিখ মাদকদ্রব্য উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।