সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
“দুনিয়ায় মজদুর এক হও” এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুন্দর ও মনোরম পরিবেশে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। সোমবার(১৮ সেপ্টেবার) সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাসষ্টান্ড চত্বর লেবার শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ভোটাররা তাদের মননিত প্রার্থীদের ভোটা প্রদান করেন। উক্ত নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পানল করেন রবিউল ইসলাম (রাজ)। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আতিয়ার রহমান সর্দার ও সদস্য সচিব নুরুল ইসলাম মাস্টার,সদস্য জিয়াউর রহমান জিয়াসহ আরও অনেকে।
জলঢাকা থানা পুলিশের সহ যোগীতায় ভোট কেন্দ্র সুন্দর ও মনোরম পরিবেশে মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৭ টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। এক জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। মোট ভোটার সংখ্যা ৪ শত ৪১ জন। এ নির্বাচনে বে সরকারি ভাবে বিজয়ী হয়েছেন যারা, আমিনুর রহমান চেয়ার প্রতিক নিয়ে সভাপতি পদে ২ শত ২ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফ হোসেন ছাতা প্রতিক নিয়ে ১ শত ৬৭ ভোট পেয়েছেন।সহ সভাপতি পদে রহিদুল ইসলাম খেজুরগাছ প্রতিক নিয়ে ১ শত ৮৯ ভোট পেয়ে বিজয়। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্রী রতন চন্দ্র রায় গরুরগাড়ী প্রতিক নিয়ে ১ শত ২১ ভোট পেয়েছে।
সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম চাকা প্রতিক নিয়ে ২শত ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রশিদুল ইসলাম মোরগ প্রতিক নিয়ে ১ শত ১২ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে ইয়াসিন আলী টিউবওয়েল প্রতিক নিয়ে ১ শত ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলী দেয়ালঘড়ি প্রতিক নিয়ে ১ শত ৬৪ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে আজহারুল ইসলাম হাতুড়ী প্রতিক নিয়ে ১ শত ৮৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজুর রহমান ফুটবল প্রতিক নিয়ে ১ শত ৭৬ ভোট পেয়েছে। অর্থ সম্পাদক পদে শ্রী নিবাস চন্দ্র রায় লাটিম প্রতিক নিয়ে ২ শত ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চায়নুর রহমান মই প্রতিক নিয়ে ১ শত ২০ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে রউফুল ইসলাম আম প্রতিক নিয়ে ১ শত ৯৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্রী অমুল্য চন্দ্র রায় মাইক প্রতিক নিয়ে ১ শত ২৫ ভোট পেয়েছে। দপ্তর সম্পাদক পদে হরিণ প্রতিক নিয়ে খলিলুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত।