বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি.
“কারিগর শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্মমিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রণব কুমার দেব।
শনিবার (৩০ নভেম্বর) দুপরে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির আয়োজনে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোশফেকুজ্জামান চৌধুরী মিঠুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি শওকত আলী মিয়া, নীলফামারী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন।
প্রকৌশলী আব্দুল মান্নান বসুনিয়া, জেলা অর্থ সম্পাদক মনিরুজ্জামান মানিক, প্রকৌশলী প্রতাপ চন্দ্র রায়, জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, প্রকৌশলী সেলিমুর রহমান সেলিম, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহজাহান কবির লেলিন ও আক্তারুজ্জামান বাদল প্রমুখ।