রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা+নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ হল রুমে কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে উক্ত কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি নীলফামারী-৩ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যাপক রুহুল আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক মালিহা আমিন রুনা, অধ্যাপক মকছুদার রহমান, সিনিয়র প্রভাষক ধনঞ্জয় কুমার রায়, প্রভাষক একরামুল হক, জলঢাকা উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শামীম সহ রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।